চাঁদ আজকাল চাঁদ নয়,
তাকালেই আত্মায় ভয়!
সূর্য যেন আর নয় সূর্য,
ফেলছে অন্যায়ের বর্জ্য!


সত্য এখন নয় যে সত্য,
সবখানে এটা তো কথ্য।
মিথ্যার  চাপে সত্য ক্ষয়!
এ সত্যের কেন পরাজয়?


এখন বড় দুর্দিন যাচ্ছে,
অপকর্ম  শুধুই বাড়ছে।
মূল্যহীন সব প্রতিবাদ,
আস্থা  হারানো বিবাদ?


মানুষ আর নয় মানুষ,
বিদীর্ণ আশার ফানুস!
ধর্ম এখন নয় যে ধর্ম,
নরত্বের অভাবে কর্ম!


=========o


কানাডা,
১৯ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ