দাবী তো ছিল রাষ্ট্র-ভাষা বাংলা চাই,
এখন যে দিন-রাতেই  ইংরেজী খাই!
শত্রু তো ছিল আমাদের ঐ উর্দু ভাষা,
ইংরেজী-ভাষা ভেঙ্গেছে কাদের আশা?


বাংলা ভাষাকে এখন করছি কত হেলা
ইংরেজী ভাষাতে চলছে মোদের খেলা!
বাংলা ভাষা যে ভীষণ দুর্বলতার পথে,
চল্লিশ জন পাবো কি, গুণি যদি শ'তে?


ভাষার চর্চা নেই এখন বিশ্ববিদ্যালয়ে!
কেউ নেই দারুণ বাংলা ভাষার জয়ে?
মুখে এখন শুধুই হাজার ইংরেজী বুলি,
ব্যস্ততা যাচ্ছে,নিতে ওদের চরণ-ধূলি?


বাংলা ভাষাকে দিতে হবে অনেক মান,
এ ভাষার জন্যই দিয়েছে হাজার প্রাণ!
পশ্চিম বঙ্গের মতই হবে বাংলা ভাষা?
বাংলা ভাষা হলো সকল ভাষার খাসা!


ভাষা নিয়ে এ দেশ হলো, তা জানিনা?
ভিন্ন ভাষায় চলে দেশ মানতে পারিনা!
অন্য ভাষা পূজা করে চলে কোন দেশ?
বাংলা ভাষা নিয়ে থাকবো মোরা বেশ!


===================o


উত্তর আমেরিকা
২৫ শে জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ