বাঁশ-ঝাঁড়ের জমি ইজারা সে চেয়েছিল,
দেয়ার পরই সবকিছু নিজের করে নিল!
শর্ত তে ভাড়া ছাড়াও দেবে অর্ধেক বাঁশ,
বাঁশ না দিয়ে মিটালো তার মনের আশ!


জমিটা ভাড়া দিয়ে করলাম যে এক ভুল,
এখন তাই দেখছি না কোন কিনারা কুল!
ভাড়া না পেয়ে বাঁশ খেয়েই দিন যে পার,
তার চালাকির কাছে আমার তো হল হার!


বাঁশ পাইনি তবে খাই দিন রাত যত বাঁশ,
চেষ্টা তো অনেক খুলতে পারিনা সে ফাঁস!
চারদিকে বাঁশ আর বাঁশ এখন দেখি আমি,
বাঁশ বাগানেই তার আছে মামা আর মামি!


বাঁশের জন্য তারা আজ কত যে দিশেহারা,
ঐ ঝাঁড়ের জন্যই পথে-ঘাটে যত বাস্তুহারা!
কে আছে দেবে তাদের একদিন বড় বাঁশ?
করছে অনাদিকাল সরল মানুষের সর্বনাশ!


===================o
উত্তর আমেরিকা
৬ই আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ