একজন ই  ব্যস্ত ছিল রাজ-তুলিতে,
জীবন দিলেন ঐ সেনাদের গুলিতে।
ছেলে  বেলায় নাম  ছিল যে খোকা,
বাংলার শত্রু পারেনি করতে বোকা!


যার অবদানে পেয়েছি এক পতাকা,
পচাত্তুরে্র পরেই দেশ আঁকাবাঁকা।
দেশ ও  ভাষার জন্য অবদান তাঁর,
এমন কেউ আছে এ বাংলায় আর?


ছিল মাত্র ছয় বছরের এক ব্যবধান,
তাদের হলো এক কেমন যে প্রস্থান!
একজন  মারা  গেলে তিনি মরহুম,
কিছু লোকের আনন্দে পড়লো ধুম।
একই বন্দুকে অন্যজন গেলো মারা,
পরে  তাকে শহীদ বানালো তারা?
গুলিতে তারা হলেন না কেন শহীদ,
যুদ্ধ করতে যাদের হয়নি কোন নিদ!


রাজনীতির কবি আমরা  হারালাম!
শহীদ বানিয়ে কি আমরা পেলাম?
ক্ষমতায় এলেন নিবাসেরই সদস্য!
দেশ গড়াতে ছিলো কি কোন আদর্শ?
দেশের তরে দিয়েছেন যত সৈনিক!
৮১ পর্যন্ত জান গেছে কত  দৈনিক?


আমরাতো জানলাম তার  দৃঢ় প্রত্যয়,
দুঃখী মানুষের হবে যে একদিন জয়।
বলেছিলেন তিনি,তাদের জন্য জীবন,
শোষিতের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠায় পণ।


''ভেঙেছে  দুয়ার, এসেছে  জ্যোতির্ময়''
ঘুণে ধরা এ সমাজের হতে হবে ক্ষয়!
জালিমদের বিরুদ্ধে ছিল নানা লড়াই,
জন্ম-শতবর্ষে তাকেই শুভেচ্ছা জানাই।


=================o


ঊত্তর আমেরিকা,


৩ রা চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ