তার প্রাণ আকার রং নেই!
জীবন তার নাম,
জীবন হলেও সে জড়!
তার আবার তিনটি রূপ
তাপমাত্রার কারণে,
এ তিন রূপ তো পানিরও আছে!
কঠিন তরল আর বায়বীয়!
জীবন-ই তাহলে অখল পানি?
তার কোন দোষ নেই,
কিম্তু কারা তাকে ...


পানি অনেক রকম
একটার সাথে অন্যটার
পার্থক্য আছে!


দুই নদীর জল দুই রকম
যেমনটা দু'সাগরেরও,
কেউ কারোর সাথে মেশেনা
কিন্তু পাশাপাশি থাকে...


কল্যাণের ধারা বয়ে যায়
প্রকৃতির সবার জন্য...
তারা এসব করলেও অন্যরা
কেন সে রকম করেনা?
পাশে না থেকে দূরে থাকে তারা!


পশুরা পানির মত হতে
চাইলেও হতে পারেনা...
বহুরূপী মানুষ কেন জলের
মত এত সরল হয়না?


==============o


উত্তর আমেরিকা,
২১ শে বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ