মৌমাছি ও মৌচাক...
একনিষ্ঠ শ্রমিকরা কাজে ব্যস্ত, রাণী...


শৃঙ্খলা দেখি আমরা পিঁপড়ার মধ্যে...
তারা কখনো যায়না একজনকে টপকে
অন্যজনের সামনে,


একতা ও মমতা দেখি কাকদের,
এরা একজন বিপদে পড়লে বা মারা গেলে
শতে শতে জড়ো হয় চট জলদি !


কর্তব্যপরায়ণতা ও বিশ্বস্ততা দেখি কুকুরের,
তারা প্রভুর জন্য পারে জীবন দিতে!


সরলতা ও অনেক গুণ দেখি পাখিদের...
তারা  অপরিচিতকে অল্প সময়ে
বিশ্বাস করে ও নিজেদের বিচার নিজেরাই করে


পরিশ্রম দেখি আমরা ঘোড়ার মাঝে,
যারা তার মনিবকে নিয়ে নি:স্বার্থে ছুটে ঘন্টার
পর ঘন্টা, প্রতিবাদ নেই !!


জলহস্তি কে দেখি অসহায় হরিণ কে
কুমিরের মুখ থেকে বাঁচাতে...


মানুষের মাঝে এসবের বড়ই অভাব...


তবে হিংসা ক্রোধ মিথ্যা প্রতিশোধ
ধৃষ্টতা গরলতা লোভ আর কুশিক্ষা দেখছি
সৃষ্টির শ্রেষ্ঠ জীবের মাঝে...


ধরাধামে মানুষের পরিবর্তে
কীট-পশু-পাখি ... ...