মালিক পক্ষের দমন ও পীড়নে
শুরু হয়েছিল এক আন্দোলন!
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুতা কারখানায়।
প্রতিবাদে বেরিয়ে আসে একদল শ্রমজীবীর-
মজুরি বৈষম্য, কর্মক্ষেত্রের পরিবেশ
বিশাল কর্মঘণ্টা!
দিনটি  ৮ ই মার্চ ১৮৫৭


তারপর ... ১৯০৮ সাল, জার্মান সমাজতান্ত্রিক-
নেত্রী ক্লারা জেটকিনের প্রথম সম্মেলন!
জাতিসংঘ, ১৯৭৫ সালে-
'দিবস' হিসেবে করে পালন দিনটাকে!


কিসের দিবস ? 'আন্তর্জাতিক নারী দিবস'
হায়রে, আন্তর্জাতিক মহিলা দিবস!


পাশ্চাত্ত্যে পুরুষতান্ত্রিক সমাজে নারীর মর্যাদায় কম!
বিশ্বের সব দেশে  নারীদের নেই কোন ক্ষোভের দম?
আর আমাদের দেশে ! জানেন ? ভয়াবহ!


অথচ,
নারী কন্যা  যে সন্তান হিসেবে মিষ্টি,
নারী বোনের মতই  যত্নবান সৃষ্টি।
নারী প্রেমিকা হিসাবে বেশ সুন্দরী,
নারী স্ত্রী  হিসাবে প্রিয়তমা-আদুরী!
নারী মা হিসাবে পরম  মমতাময়ী,
তাঁরা যে অনন্ত শক্তি-আধার-জয়ী।
তাঁদেরই  আছে ম্যাজিক-কারবার!
সন্ধানে নারীকে সম্মান বার  বার।
নারীর অসম্মান করবে  যে জাতি,
সে জাতিরই  নিশ্চিত পতন-হাতি।


জীবন যদি হয় রংধনু ধনু,
নারীরা সে রঙের সব অণু।
পুরুষের জীবন হয় যদি খুব আঁধার-কালো,
নারীরা তখনই  দেয় অনেক আশার আলো!


পালন করা সম্ভব কি নারী দিবস একদিন?
হোক পালন এ দিবস বছরের  ৩৬৫ দিন!


=====================o


কানাডা,
২৩ শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ