১২২ তম জন্মদিনে জানাই হাজার সালাম,
কেউ পারেনি শুধুই কাজী নজরুল ইসলাম!
কলম ধরেছেন তিনি যত অন্যায়-অবিচার,  
সাহসের সাথে মোকাবেল জুলুম-অত্যাচার!


বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখেন যিনি,
বহুমুখী প্রতিভার দীপ্ত নক্ষত্র একমাত্র তিনি!
ছিলেন সুরকার রাজনীতিবিদ ও ঔপন্যাসিক,
গীতিকার কবি নাট্যকার ছাড়া তিনি সৈনিক!


চলচ্চিত্র-সঙ্গীত-পরিচালক ছিলেন দুখু মিয়া,
হিন্দু-মুসলিম বিভেদে ছিলনা যে তার হিয়া!
পত্রিকা-সম্পাদক বাদেও তার কন্ঠ-সোচ্চার
মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার!


মসজিদের মুয়াজ্জিন হয়ে শ্যামা -ভক্তিগীতি!
অনুরাগ, মুক্তি-সংগ্রাম-বিদ্রোহে ব্রিটিশ-ভীতি,
দেশ-ধর্মের জন্য যা করেছেন কাজী নজরুল!
ভারত ও বাংলাদেশে ওরা করেনি কোন ভুল?


=======================o


উত্তর আমেরিকা
৯ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ