লুসাই পাহাড়ের দেশ কোন দেশ নয়,
এ তো বাংলাদেশ ভারত বার্মার জয়!
লুসাই মিজো উপজাতির বাস এখানে,
নীল পর্বতমালার বিন্দু সুউচ্চ সেখানে!

চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির প্রবেশদ্বার,
দীঘিনালা পেরিয়ে রাঙ্গামাটির পাহাড়!
এখানে মেঘ আটকে যায় পাহাড়ভাঁজে,
উড়ন্ত মেঘ বালিকা্র দেখা এর মা্ঝে!


সকাল-দুপুর-রাতে বৈচিত্র্যময় দৃশ্যের,
লুসাই দেশ আলুটিলাই লাল পাহাড়ের!
সাজেকের ‘ট্রি হাউস’ যে লুসাই গ্রামে,
টুকটুকে লাল ফুল টিয়া-রঙ যে বামে!


ভোরবেলা রুইলুই পাড়াময় মেঘ ভাসে,
উপত্যকায় সাদামেঘ সবুজ খেলা আসে!
সাজেকভ্যালি রুইলুই পাড়ার ডানদিকে
মিজোরামের পর্বতশ্রেণিও আছে ওদিকে!


বিকেলে সবুজের ওপর সাদা ধোঁয়া উড়ে
লুসাই মেয়েদের চা খেয়ে মন যাবে জুড়ে!
পাহাড়চূড়ায় কংলাক শুরু হয় যে সাজেকে,
মোহিনীয় দৃশ্য চকচক কলাপাতার ফাঁকে!


মাঝরাত থেকে দুপুর শুধু খেলা করে তারা,
আবেশে মুগ্ধ চমৎকার এ দৃশ্য দেখে যারা!
ঢাকা থেকে চট্টগ্রাম তারপর বেশী দূরে নয়,
লুসাই পাহাড়ের দেশ করতে পারবেন জয়!


======================o
উত্তর আমেরিকা
১৫ ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ