বাদাম বিক্রেতা এ.এস.পি বলে করে বিয়ে!
ফোনে পরিচয়, করে ব্যবস্থা পরিবার গিয়ে,
সতের মাস পর জানলো তার আসল খবর,
পুলিশের সোর্স হিসেবেও কাজ করে এ বর!


সারা দেশে এখনো চলছে এমনই যত কর্ম,
কাজী অফিসের সে বিয়ে পরায় মেনে ধর্ম!
জন্ম-সনদ ছাড়াই বিয়ে! কেউ খবর রাখে?
অলীক বিয়ে! সমাজে ওরা কালিমা মাখে!


কারো মাথায় আসে করতে কোন প্রতিকার?
এজন্যই এ রকম ঘটনা ঘটছে যে বারবার!
একটা ব্যবস্থায় পাবে বর-কনের যত তথ্য,
জন্ম-মৃত্যু-বিবাহের রেকর্ড আর কত কথ্য?


কাজীর কাছে বর-কনের কোন তথ্যই নেই,
ঘটনা ঘটার পরেই পুলিশ হারায় যত খেই!
জন্ম-মৃত্যু-বিয়ে তদারকিতে স্থানীয় সরকার,
কমবেই ভোগান্তি আসবে শান্তি সব জনতার!


=====================o


উত্তর আমেরিকা
১৭ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ