সাধারণ বা উচ্চ্তর গণিত
যতই কঠিন হোক না কেন
করা যায় বা মিলে যায়
এক সময় ...


জীবনের অঙ্ক ?
অনেক অনেক কঠিন!
করা যায় কিন্তু কেন যেন
মিলতে চায়না বা মিলেনা...


জীবনের অঙ্ক কষতে
কষতে তার সময়
পার করে দেয় মানুষ ...


জীবন-সায়াহ্নে এসে
উপলব্ধি করতে পারে
যে তার অঙ্কটা মিলেনি!
গণিতশাস্ত্রে পারদর্শীরাও
সেটাকে মিলাতে অক্ষম!


এক সময় সে অঙ্কটা
শেষ না করেই অসীম
পানে চলে যায়...
ওটা না মিলার আফসোস নিয়ে!


==============o


উত্তর আমেরিকা,
৯ ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ