ঈদ মানে সবার খুশি,
        ঈদের আনন্দ সবার!
বাজবেনা বিষের বাঁঁশি
       সবাই একত্রিত আবার।


ঈদ মানেই মজা করা,
      এ নয় কোন বেদনা,
থাকবেনা মন খেদে ভরা
      চলে যাবে সব যাতনা!


ঈদ মানে তো সম্ভোগ
      এর মাঝে নয় যে দুখ,
গরীবের থাকবে ভোগ,
     শুকিয়ে থাকবেনা মুখ!


ঈদ মানে সবার হাসি,
    ঈদ মানে ব্যবসা নয়!
মুক্ত করবে কষ্টের ফাঁঁসি,
     থাকবেনা খোদার ভয়?


ঈদ মানে ধনীর ত্যাগ
    জীবন রবেনা খেদে ভরা!
দূর হবে কষ্টের মেঘ,
    চির-শান্তিতে থাকবে ধরা।


===============o


-----------------------------------------------------------------------------
এ কবিতার আসরের সবাইকে ১৪৪২ হিজরীর শাওয়ালের ঈদ-শুভেচ্ছা, ঈদ মুবারক!!!
-----------------------------------------------------------------------------


উত্তর আমেরিকা,
২৮ শে বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ