যান্ত্রিক জীবনে মানুষ যেন কংক্রিট!
এখন হাঁপিয়ে তাদের প্রাণ মিটমিট,
ক্ষতিকর প্রভাব সব ক্ষেত্রে ছিটিয়ে!
প্রকৃতি-সান্নিধ্য কে বিদায় ঝেঁঁটিয়ে?


একঘেয়েমি কাটিয়ে নব এক উদ্যম,
ব্যায়াম-হাঁটাচলা শরীরের যে নিয়ম!
ওতপ্রোতভাবে জড়িত শরীর ও মন,
পরিবার ও স্বজন হলো মানসিক ধন!


প্রতিদিনের জীবন আরো হবে সুন্দর,
পরিমিত ঘুম জীবনে খুবই কার্যকর!
কাজের প্রতি একাগ্রতায় আসে সৃষ্টি,
জীবনে বিশ্রাম, সে সাথে সফল বৃষ্টি!


পারিবারিক কলহ যান্ত্রিক জীবনে হয়,
কারণ সমাজ রাষ্ট্রের তাতে নেই জয়!
আগে ছিল সবার এক যৌথ পরিবার,
একক পরিবারই হচ্ছে কেন বারবার?


এখন পারিবারিক বন্ধন কতই শিথিল,
নিকট -স্বজনের সাথে নেই কেন মিল?
সম্প্রীতি বন্ধনে যে হবে কি হৃদরোগ?
অবিশ্বাস হতাশা বিষন্নতার হবেনা যোগ!


ফোন, ফেসবুক ও টুইটার নিয়ে ব্যস্ত!
সময় দেয়াও উচিত কার উপর ন্যস্ত?
অর্থনৈতিক উন্নয়ন -মানবিক উন্নয়ন!
পারিবারিক-সম্পর্ক বড় যে প্রয়োজন।


সহনশীলতার ও মূল্যবোধের অভাব!
পারিবারিক বন্ধনেই উন্নয়নে প্রভাব।
মানবিক প্রগতিতে  অনেক অবদান,
মানবিক  আচরণ ই প্রধান উপাদান।


================o


উত্তর আমেরিকা,
১০ ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ