ভ্রাম্যমাণ আদালত আইন!
এ শতকের নয়-সালে,
আইনটি সংবিধান
মতে সাংঘর্ষিক জালে!
শুরু থেকেই ছিল বিতর্ক,
নামের শেষে ‘আদালত’
নিয়ম অনুযায়ী বিচারে
এদেশ হয়নি যে সতর্ক!


তিনি ইউ.এন.ও,
বিচারক ভ্রাম্যমাণ আদালতের,
সেদিন নিরপরাধ এক গরীবের!
জরিমানা আর জেলও দিয়েছেন,
তথ্যের ভিত্তিতে বিচারে তিনি
অনেক বাহবাও পেয়েছেন!


অভিযোগ করলো বা একজন তথ্য দিল,
যাচাই-বাছাই না করেই
সহকারী কমিশনার সিদ্ধান্ত নিল!
বিচারে হয়নি কোন নিয়ম মানা,
মনে হলো সত্যি! করলেন জেল-জরিমানা !


প্রচলিত আদালতের বিচারিক
রীতি-নীতিতে এ আইন চলেনা,
বলেই অভিযুক্তের পক্ষে কোনো
আইনজীবী নিয়োগের কথা বলেনা!
আত্মপক্ষ সমর্থনের ব্যবস্থা নেই?
দুর্ভাগ্যজনক কিন্তু সত্যিই সেই!


এ আদালত জনসম্পৃক্ত কিছু ক্ষেত্র...
ভেজাল খাদ্য, উচ্চ-দ্রব্যমূল্যের
মতো বিষয়ে কিছু তাৎক্ষণিক ব্যবস্থা!
গণমাধ্যমের কারণে তা প্রচারে
গণ-মানুষের সমর্থনের অবস্থা!
কিন্তু এ আদালতের অনেক
দুর্বলতা দৃশ্যমান প্রায় সময়!
অপরাধ হয়েছে মনে করলেই
বিচারকের শাস্তির জয়!


এসব দুর্বলতা ও বিতর্কে সব দেশে
তুলে নেয়া ভ্রাম্যমাণ আদালত!
ভারতে কিছু অঞ্চল ছাড়া  
বাংলাদেশেই কার্যকর আলবত!


-------------------------------------
ইউ.এন.ও < উপজেলা নির্বাহী অফিসার


=====================o


উত্তর আমেরিকা
২৬ শে জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ