হাইপার মার্কেটের পাশে
মা ও পুতুলের ভালোবাসার
দৃশ্য ...
ধব ধবে এক
রোবট-পুতুল কে আদর
করছে এক জননী,


যন্ত্র-শিশুটি ঘাড় ঘুরিয়ে
আমার দিকে তাকালো?
বুঝতে পারলাম,এটি
যন্ত্র নয়, জীবন্ত এক পুত্তলি!
সঙ্গ খাবার খেলনা আর
বিনোদনের অভাব
নেই এ শাদা ফুলটার!


দেশ-বিদেশে খুকুমনিদের
আর পুতুলের সোহাগের
কত ছবিই তো দেখেছি!
কোন ঘাটতি নেই
তাদের তেমন ...
কারণ একটা ই!


ত্বরিত মনে পড়লো
কালো আর বাদামী
অনাথ-রোবট ও তাদের
মায়েদের কথা...


তাঁদের সোনা-মানিকরা
কর্ম-ব্যস্ত বা অসহায় জন্মদাত্রীকে
কাছে পাবার ও আধারের আশায় থাকে...
ক্রীড়নক ও বিনোদ ছাড়াই!


=============o


কানাডা,
২৩ চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ