হতে পারিনি কেন একটু নিরপেক্ষ?
নিজেকে বড় করতেই যত না দক্ষ!
ধরেছি কেন সতত বিশেষ এক পক্ষ,
কাদের সাথে হয়েছে এ রকম সখ্য?


নিজের দোষ পড়েনা আত্ম-চোখে!
কী করেছি গরীব-দু:খিদের দু:খে?
সত্য উদীরণ করিনা্ এখন স্বীকার!
মিথ্যার আড়ালেই কি গ্রস্ত-বিকার?


সুশীলদের বিপক্ষে ব্যস্ত হলো তারা,
ধর্মের ব্যবহারে শীলরা পড়ে মারা!
পারিনা নিরপেক্ষ স্বার্থেরই কারণে!
বোধ আসেনা কত মানুষের মরণে?


নিজের চরিত্রই আসলে যে নড়বড়ে!
হয়েছি কি নিরপেক্ষ ধর্মের ব্যপারে?
যত পারি তাদের পাছায় মারি লাথি,
মলের সাথে বের করি বুকের ছাতি!


ধর্মের উপরই নির্ভর করে আছে দল!
কিছু ভন্ড লি্খে পায় কি অনেক বল?
বিভেদ-সৃষ্টিকারী ঐসব শত্রুদের ধরি,
মানব-সেবায় দেশকে নিরপেক্ষ করি।


==================o


কানাডা,
২২ চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ