জন্মের পর মা- বাবাই তাদের বলেনি কিছু,
জীবন ও জীবিকায় ব্যস্ত, তাঁঁরা ছিলনা পিছু!
পারেনি তো কিছু কিন্তু  ছিল যে তাদের মন,
করেনি কেন প্রতিবেশী আর আত্মীয়-স্বজন?


পাড়া গ্রাম সমাজ কি করেছে কিছুই তাদের?
সামর্থ থাকা সত্বেও করেনি  দায়িত্ব যাদের!
স্থানীয় উপজেলা জেলা বিভাগের যত মেলা
ওদের চিন্তা না করে খেলেছে যে কত খেলা!


দেশের ওরা, ওদেরকে ডাকিনা আমরা বলদ?
তারাই বলে এখন, গোড়াতেই ছিল যে গলদ!
তাদের কথা শোনার জন্য কেউ তখন কী ছিল!
কখনো কি ভাবি দেশ তাদের এমন কিছু দিল?


=======================o


উত্তর আমেরিকা
২০ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ