হীরার পর সবচেয়ে দামী
রত্ন হলো মুক্তা!
মুক্তার জন্ম হয় ঝিনুক হতে...
মুক্তা কিন্তু ঝিনুকের কষ্ট!
এ কষ্ট অন্য রকম যা...
মানুষের এটা কখনো হয়না!


ঝিনুক দ্বিপুটক জলজ প্রাণী
লোনা ও মিঠা পানিতেও
থাকতে অভ্যস্ত তারা!
সমুদ্র নদী পুকুর জলাশয়ের
তলদেশে অসংখ্য নুড়ি পাথরের
সাথে তাদের কে দেখা যায় ...


পশু-পাখি ঝিনুক খায়, অনেক
মানুষও খায় আবার চাষও করে!
শুক্তির শারীরিক ব্যাথার মত
মানুষের না থাকলেও
মানবের অন্য রকম ব্যাথা আছে!
ঝিনুকের তা নেই...


খাদ্যের খোঁঁজে পানিতে ভাসার
পথে বিভিন্ন বস্তু বা বালি কণা
তার ভিতরে ঢুকে পড়ে!
ত্বক তাদের অত্যন্ত স্পর্শেন্দ্রিয়!
ঐ দ্রব্য বা সিলিকা-অণুর ই সৃষ্টি করে ব্যাথা!
এ ব্যাথা কমাতে প্রতিনিয়ত সে এক
ধরনের তরল পদার্থ তার পেটে ছাড়তে থাকে ...
ক্ষুদ্র জড়পিণ্ড বা সিকতা-কণিকার চার পাশে জড়ায়
এ পদার্থ বা লালা, শুকিয়ে পরে রূপ নেয় মুক্তার ...
ঝিনুক ই মুক্তা তৈরী করে!


মানুষ, মৌক্তিক কে কষ্ট দিয়ে মূল্যবান
মুক্তো পেয়ে বিত্তশালী হয়!
এ মুক্তো এক হাত থেকে
অন্য হাতে ও গলায় যায়...
মুক্তোর আসল মনিবের
চিকিৎসা কেউ কি করে?
ঝিনুক কিন্তু এতসব কিছুই জানেনা!


==================o


উত্তর আমেরিকা,
১৮ ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ