কী,চোখে পড়েনা আমাদেরকে?
জন্ম তো হয়েছে  বাঁচবার জন্য!
করোনা, মারছো কাকে কাকে?
এ গরীবদের মারলেই হব ধন্য!


তাদের তো খরচ বেড়ে গ্যাছে,
জীবনও ওদের কাছে মূল্যবান!
আমরা এখন আছি পিছে পিছে,
কখনো ছিলাম না দৌলত-বান!


আমাদের কখনো হবেনা আরাম,
সময় নেই একটু ফিরে তাকানো!
তাদেরই কেন হলো ঘুম হারাম?
আমরা গরু শিখিনি শিং বাঁকানো!


জলদি মরে গেলে আমরা বাঁচি,
তাদের তো কোন সমস্যা নেই!
আমরা দিইনি এখনো যে হাঁচি,
বেতন পায় তারা আগের সেই!
সমস্যা! আমরা ঐ ভাবে মাছি?
ছিলাম আগে, এখন টাকা নেই!


==============o


উত্তর আমেরিকা,
৭ ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ