সরকারী দলের আছে হাতি-ঘোড়া- কিস্তি-সৈনিক,
আসল বিরোধী দলের ওরা কাজ করে কি দৈনিক?
সরকারী দল দাবা খেলায় হয়েছে অনেক যে পটু,
দলের দাপটেই চিকনা কর্মীরা হয়েছে অনেক মটু!


এ দাবা খেলায় আছে অন্য ধরনের বিরোধী দল!
নামে বিরোধী দল, জনগণের উপকারে নেই বল?
দেশের জন্যই শক্তিশালী বিরোধী দলের দরকার!
একনায়কতন্ত্রের দিকেই ঝুঁঁকেছে বর্তমান সরকার?


দাবা খেলায় পক্ষের মন্ত্রী না থাকলে যেমনটা হয়!
জনগণের জন্য কিছু না করলে এমনি আসবে জয়?
বিরোধী হাতি-ঘোড়া-কিস্তি-সৈনিকের সাথে রাজা,
জনগণের সাথে না থাকলে একদিন দেবেই সাজা!


ধর্ম ব্যবহার করে কোন সরকার চলেনা বেশী দিন!
ভুলে গেলে চলবে কি জনগণের কাছে আছে ঋণ?
রাজনীতির দাবা খেলায় জাগাতে কী মানুষের মন!
গরীব দু:খি ছাড়া অন্যরা সবাই দেখে তাদের ধন?


------------------------------------------


*** মটু < মোটা
       চিকনা < চিকন < পাতলা


========================o


          ৭ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ
               উত্তর আমেরিকা


                   ****