দেখছি আমরা সরকারী ও বিরোধী দল!
জনগন পাচ্ছেনা কেন গ্রহনযোগ্য ফল?
যাত্রা দলের ওরা তাহলে করছে ভালো,
দলের নেতা-কর্মীর কর্ম যে বড় কালো!


তাদের কথাবার্তা শুনেই মনে হয় ক্লাউন,
সাদা নয় ওরা! ওদের চামড়া টা ব্রাউন!
তাহলে এসব দলের আছে কী প্রয়োজন!
অসহায় লোকের সেবাতে কোথায় মন?


গঠিত হোক এ দেশে ই বহু বহু যাত্রা দল,
মানবিক সামাজিক দৃশ্যায়নেই নতুন বল!
লোকনাট্য-প্রভাবে হবে সংস্কৃতিক উন্নয়ন,
দেশের জন্য তা এখনই বিশেষ প্রয়োজন!


আর দল নয় সত্যিকারের কর্ম বের করি,
দেশ-প্রেমের মাধ্যমে কি সঠিক পথ ধরি?
রাজনীতির নামে অবৈধ কাজ কত চলবে!
ওদের অন্যায় অপকর্ম জলদি কি গলবে?


আর চাইনা দেশে এ রকম অসংখ্য ভাঁড়!
জনগন পারছে সহ্য করতে ভয়ানক মার?
এমন সরকারী-দল বিরোধী-দল চাইনা!
গরীব দুঃখিরা পাবে কি হর মাসে মাইনা?


------------------------------------
***
বাংলা কবিতায়  ইংরেজী শব্দ ব্যবহারের
বিরোধী আমি, ছন্দের খাতিরে এ কবিতায়
'ক্লাউন' ও 'ব্রাউন' এ দুটো ইংরেজী শব্দ
ব্যবহার করেছি, দুঃখিত ।


====================o


উত্তর আমেরিকা
২৪ শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ