তোমাকে পেয়ে আমি হয়েছি ধন্য!
করবে আমায় তুমি কখনো নগন্য?
হতে পারেনা কোন কারণে অবসন্ন!
সে কারণে কেন আচরন হবে বন্য?


থাকি তো আমরা সতত পাশপাশি,
একে অন্যকে ভয়ানক ভালোবাসি!
চিন্তা করি আমি কখনো অন্য কিছু?
জানি সন্দেহ নেবেনা সামান্য পিছু!


বোঝার চেষ্টায় সময় কেন আমাকে?
পছন্দ তো করেছিলে তুমি-ই যাকে!
অপরূপা তুমি এখন, আগেও ছিলে,
চিরদিন চলবো আমরা মিশে-মিলে!


থাকবেই তোমার আমার যত বিশ্বাস,
ভালোবাসায় ডুবেই নিবো তত শ্বাস!
দিবোনা শয়তানকে সে রকম সুযোগ
ভালোবাসায় থাকবেনা সন্দেহ রোগ!


=================o


উত্তর আমেরিকা,
৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ