তিনিই তো  চিতামু  হ্রদের প্রণরেনী,
তিন  প্রবাহ ধেয়েই যিনি  শৈবলিনী!
দার্জিলিং-সমতল এসে হলেন তিস্তা,
দু' দেশের ৩১৫ কিলোমিটার রাস্তা।


২০০ কিলোমিটার পারি, ঢুকে রংপুর,
স্রোতে ১৩৫ কিলোমিটার ছিল ভরপুর।
গজল ডোবা বাঁধের গেট কে বন্ধ করে?
বাংলাদেশের জলের প্রবাহ শূন্যে পড়ে!


কল কল শব্দে মুখরিত হতো প্রবাহিণী,
ইতিহাসের সব পাতায় অনেক কাহিনী!
যৌবনে তাকে ঘিরে গড়ে উঠে জনপদ,
ধর্ষণের পর সুন্দরীকে যেমন করে বধ!


বছর দশেক আগে হয় পানিবন্টন চুক্তি,
মুখ্যমন্ত্রীর বিরোধিতায় হয়নি যে  মুক্তি।
৩৬ জায়গায় বাঁধ দিয়ে সদা করে ধর্ষণ,
ছুড়ে ফেলেছে অবলা এক নারীর মতন।


ধর্ষক করছে তিস্তাকে ধর্ষন বহু দিন ধরে,
২০১৭ তে বিরোধিতায় আরেকবার ঝরে।
তিস্তা-চুক্তি নিয়ে এখনো হচ্ছে রাজনীতি,
কেন  বুঝিনা নরেন্দ্র ও মমতার মতিগতি!


====================o


ঊত্তর আমেরিকা,


২রা চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ