ভালোবাসায় অনেক অনেক জল দরকার!
তাকে ছাড়া পারবেনা! পারবেনা সরকার,
মরা ভালোবাসায় প্রয়োজন প্রচুর পানির!
পরিস্থিতি বদলায় বহর যে হাজার বাণীর।


শীকর পারেনা সেখানে পানির ই জরুরৎ্,
বিশ্বাসের উপরে নির্ভর প্রণয়ের ভবিষ্যৎ!
ভালোবাসা মানে পাওয়া নয় থাকে ত্যাগ,
সত্যিকার ভালোবাসায় থাকে কোন মেঘ?


জলদাগম পানির মত থাকে যদি অনুরাগ,
শীতকালেও উষ্ণ থাকে আসে যতই মাঘ!
এর অভাবেই চোখ-কোণে কত জল জমা,
কষ্ট দিয়ে ভুলে গেলেই হবেনা তার ক্ষমা!
ভুল বুঝে বুকের ভেতরে জমা কষ্টে-পানি,
ভালোবাসায় অধিপতি! কেন ডেকে আনি?


-------------------------------------
***     শীকর : বাতাসে চালিত জলকণা
       জলদাগম : বর্ষাকাল
        অধিপতি : শয়তান


======================o


উত্তর আমেরিকা
১৮ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ