কী কারনে সুদকেই করেছে হারাম?
মুনাফা-লোভে যে একটি ব্যায়রাম।
এসেছে যে আর্থ-সামাজিক অসমতা,
সমাজে  চলবেই নিত্য বিশৃঙ্খলতা!


সুদেই আর্থিক ও চারিত্রিক যক্ষা,
তার বিপক্ষে চলে ধর্ম করে রক্ষা।
কাঁচা টাকার গন্ধে মানুষ মোহিত,
নেশা কাটেনা তাইতো সুদ গৃহীত!


পয়সা-ওয়ালা আছে চরমসীমায়,
পড়েছে যে সুদের ভয়াল থাবায়।
বসে আছে বিরোধী  নাসারা বাবা,
ধর্ম-অজানায়  হয়েই গেছে হাবা!


নি:স্বরা  দারিদ্র্যের শেষ সীমানায়,
অসহায়  ধার্মিকরা  করে হায় হায়!
সুদ  দেয়া- নেয়াতেও  যে  হারাম,
যতই হোক  তার সাময়িক আরাম।


সুদ বর্জনে চলি সব ধর্ম- নির্দেশনা,
মূল অর্জনের জন্য করতে উপাসনা!
যাদের ধনে কাড়ি কাড়ি সুদের মাল,
বিস্তার করেছে সমাজের ধ্বংস-জাল।
দাতা গ্রহীতা সাক্ষী যাবেই জাহান্নাম!
সুদ হারাম, ব্যবসা হালালে ইসলাম।


===============o


ঊত্তর আমেরিকা,


৬ই চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ