অনেক মানুষ ই প্রতিশোধ নেয়!
হয়তো সামান্য কারণে...
প্রকৃতি সহ্য করে অনেক কিছু
মানুষ বনাঞ্চল উজাড় ও পাহাড়-টিলা কাটে...
মাটি নদীকে কষ্ট দেয়,
আত্মার তো বাঁচার অধিকার আছে!
তার অধিকারে বাঁধা দেয় মানবজাতি...
নিসর্গ তখন নির্মম হয়ে তার
প্রতিশোধ নিতে শুরু করে...
প্রজারা অকাল বন্যা অনাবৃষ্টি
অতিবৃষ্টি পাহাড়-টিলা-ভূমিধ্বস দেখে!
তার দূর্যোগ থেকে রক্ষা পেতে
মানবকেই পরিবেশ সংরক্ষন করতে হবে ...
তা করলে বস্তুবিশ্ব থাকবে শান্ত ,
থাকবেনা তার কোন প্রতিশোধ!
সে মানুষ গাছ্পালা পশু-পাখিকে আরো অনেক কিছু দেবে...  
আমরা কি পারিনা এ প্রকৃতিকে বাঁচাতে?
আমরাও পাবো অনেক কিছু...