আমরা জানি শিশুরা স্বার্থপর!
পড়বেনা যে বাদ নারী ও নর।
মায়েরা স্বভাবত নি:স্বার্থ হয়,
মানবপ্রীতিতে আমাদের ভয়?


প্রকৃতি তো মায়ের মত,
অনুকম্পা করে পারে যত।
উপকারে মানবের অভাব,
দূর করবে কে এ স্বভাব?


কাঙ্গাল ঘুরে দ্বারে দ্বারে
কড়িয়ালের কড়া নাড়ে,
অসহায় কবিরা প্রতিবাদী,
কেন হয় না মানবতাবাদী?


শিশু হলে নেই কোন কথা
স্বার্থপরতায় থাকবে ব্যথা?
স্বার্থশূন্য আপনার ব্যাপার,
যতই হোক কষ্ট আর মার।


          *****

কানাডা,
১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ