কোন কিছুতে মনোযোগ দেয়াটা
অন্বয় থেকেই আসে কেননা অনুভূতিটা ই প্রথম
এজন্য সে কখনই তোমাকে পুরোপুরিভাবে আদর করবেনা


তোমাকে সম্পূর্ণরূপে বোকা হতে হবে
যখন বসন্ত এ পৃথিবীতে


আমার রক্ত আমাকে প্রতিপাদন করে
এবং আদরের-চুম্বন জ্ঞানের চেয়ে এক সুন্দর নিয়তি,
ললনা আমি সব ফুলের নামে শপথ করেছি। কান্নাকাটি করো না,
তোমার চোখের পাতার ঝাপটা যা করে
তা আমার মস্তিষ্কের সেরা ব্যঞ্জনার চেয়েও বেশি


আমরা একে অপরের জন্য : তাই তুমি
হাসো এবং আমার বাহুতে ফিরে আসো
কারণ আমি মনে করি জীবন একটি অনুচ্ছেদ নয়,


আর মৃত্যু আমার কাছে কোন বন্ধনী নয়



মূল :[since feeling is first]
      By E. E. Cummings
      ( Poem-a-day, U S A )


since feeling is first
who pays any attention
to the syntax of things
will never wholly kiss you;


wholly to be a fool
while Spring is in the world


my blood approves,
and kisses are a better fate
than wisdom
lady I swear by all flowers. Don’t cry
—the best gesture of my brain is less than
your eyelids’ flutter which says


we are for each other: then
laugh, leaning back in my arms
for life’s not a paragraph


And death  think is no parenthesis


This poem is in the public domain. Published in Poem-a-Day on April 16, 2022, by the Academy of American Poets