মানুষ  তো আছে, তাঁদের বিবেক গেলো কোথায়?
বিবেক মরে গেছে, মানুষ কাঁদে না অন্যের ব্যথায়!
মাথাতে কাজ করেনা,বিবেকের অভাব অনেক বেশি ...
গাছ নড়েনা,তবে বিবেক আছে তার পাতায় পাতায়!


-----------------------------------------------------


সম্পর্কের থালা (২)
খাবারে অতিথি কে দেয়া বাসন ছিল সবুজ কলা পাতা,
একেবারে দিল খোলা শ্যামল-প্রীতির অসাধারণ ছাতা!
আত্মীয়কে দেয়া খাবার, বাসনের উপাদান ছিল পিতল,
আত্মীয়তার সম্পর্ক ছিলনা এখনকারের মত এত অতল!


কাঁসা এলুমিনিয়াম কাঁচ সিরামিক,এখন একবার কাগজ-বাসন,
দেখিনা কি সম্পর্ক  ভাই বাবা চাচা মামা দাদা নানা বোন মাতা খালা?


আমরা খাবার সময় সতত  করি হরেক রকমের সুন্দর থালা,
সবুজ, তাতে  খাবার দিয়ে গড়া শ্যামল-সম্পর্কের মালা!
পিতল কাঁসা এলুমিনিয়াম কাঁচ সিরামিক,এখন একবার কাগজ-বাসন,
দেখিনা কি সম্পর্ক  ভাই বাবা চাচা মামা দাদা নানা বোন মাতা খালা?