চাঁদকে সবাই পছন্দ করে...
তাই প্রেমের বেলায়
সবাই তাকেই ঘিরে...
আবার তার ক্ষমতায়
আমরা অনেকে বিশ্বাসী!


শশীকে আমরা কেন ভালোবাসবো?
খুব শীতল, প্রায় মাইনাস
২৪০ ডিগ্রি সেলসিয়াস!
কারণ তার দক্ষিণ মেরুতে
জমাট পানি আছে বলে ধারনা...
নিজের কোন আলো নেই,
সূ্র্য থেকেই সেটা পায়!


সূ্র্যকে আমি ভালোবাসি!
তার কথা কেউ কি করে মনে?
তার আলোতেই আমাদের ঘুম আর
জেগে থাকা, এর ছন্দ নিয়ন্ত্রকও সে!
পর্যাপ্ত আলো না থাকলে
মানুষের মেজাজ যে নিস্তেজ!
রবির বিকিরণের অভাবে
নেতিবাচক মনোভাব আর
মানুষের আনন্দ হয় অদৃশ্য!
অংশুমালীর প্রভাব সব কিছুতেই...
অনেক আগে থেকেই রোগীদের
সূর্য-স্নান গ্রহণ ও তাজা-বাতাসে
থাকার পরামর্শ ছিল ডাক্তারের!
সূ্র্য ছাড়া গাছপালা পশু-পাখি
আর মানবের কী রকম অবস্থা...
তাই, চাঁদ নয় সূ্র্যকেই ভালোবাসি!


=================o


উত্তর আমেরিকা
২২ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ