আপনারা কি ইউরোপ হতে তারা?
ছয় মহাদেশ, বা দেশ থেকে যারা
হাসপাতাল হোটেল রেস্তোরা নাড়া,
পয়সা দিয়ে পার পাওয়া বড় ফাঁড়া!


ভুলেই গেছেন থাকা চৌদ্দ দিনের,
মরণে  যাবে সব সুখ আর ঋণের!
চলছে তো বেড়ানো  শহরে -গাঁয়ে,
উড়োজাহাজ  বাস  ট্রেন  ও না'য়ে!


দেশের মানুষ ছেলে-মেয়ের বিয়ে,
জড়ো হচ্ছেন কত অনুষ্ঠানে গিয়ে!
ভুলেই  গেছেন  মাস্ক-পরা জীবন?
ভয়াবহতায়  নেই ব্যবহার লোশন!


চলেছি  আমি এখন ত্বতীয় তরঙ্গে,
কিছু একটা  যে  করবোই এ বঙ্গে,
উদ্দেশ্য তো  আমার ছোবল-মরণ!
চীন হতে  আসা পাল্টিয়েছি  ধরন।


ঢুকতেই  দেয়নি ঐ যে ভিয়েতনাম,
ব্যর্থ হয়েছি সে দেশেতে সফলকাম!
জীবন পরিবর্তনে  যত  আরো কিছু,
শয়তানেরই ধোঁকাতে অনেকে পিছু!


জানেননা কেন পরিবর্তনশীল আমি?
বাঁচাতে আপনাদের শুধুই অন্তর্যামী!
দুরত্ব না বজানো আর এক মুখোশ,
আমাকে প্রতিদিন যে করছেন খোশ!
এ কারণেই চলেছে  মৃত্যুর কোরাস,
আমিই হলাম সে নিদারূণ ভাইরাস!


================o


ঊত্তর আমেরিকা,


৮ই চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ