বাড়ী আছে গাড়ী আছে আরো তারা চায়!
মনে ওদের সুখ নেই কিভাবে আরো পায়?
বয়স তাদের কম নয়, কোন অভাব নেই,
স্বভাবে যা ছিল, এখনো সে আগের সেই!


ধানমন্ডি বনানী আর গুলশানে বাড়ী তার,
উত্তরায় প্লট পেয়েও ধর্না রাজঊকের দ্বার!
বসুন্ধরার প্লট পেয়েই জলসিড়িতে অন্যটা?
এত প্লট পেতে বাজালো আইনের বারটা!


আইনের চোখে ফাঁঁকি সেটাই সহজ কাজ!
আরো পাবার আশায় তারা হারালো লাজ?
গরীবরা ভাড়া দিয়ে থাকে তাদের বাসায়!
ভাড়ার টাকা বছরে দুবার বাড়াতে শাসায়!


আরো চাই এর সংখ্যা বাড়ছেই বহু বেশী,
দুর্নীতিতে ছেয়ে দেশ দেখি কালো পেশী?
ব্যাঙ্ক-লোনে বাড়ী, শোধ করেনা সে ঋণ,
কবে উন্নতি হবে সে আশা অনেকটা ক্ষীন!


------------------------------------------
রাজ.ঊ.ক  <  রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ  (ঢাকা)


============---===========o


উত্তর আমেরিকা
২৯ শে জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ