আকাশে অনেক তারা দেখেছি,
পছন্দের দূরবীনে -
আপন করে দেখতে চেয়েছি
একটি তারা কে।


হঠাৎ জানালার গ্রীলের ফাঁকে -
ঐ তারা টাকে দেখতে পেলাম।


কোকিলকণ্ঠী তারা টা এখন আমার-
পাশের বালিশে ই ঘুমায়।


রাতের আকাশে-
এখন চাঁদ দেখার প্রয়োজন পড়েনা,
মাঝে মাঝে ঐ তারাই চাঁদ হয়-
ভোরে ও দিনের আলোতে।


খুব কাছ থেকে দেখতে পাই-
সকাল-সন্ধ্যা আর রাতে তাকে l


          -------
      ১২ই ভাদ্র, ১৪০৩ বঙ্গাব্দ