সবচেয়ে প্রভাবশালী জীব
পৃথিবীতে এসেছিল...
সে যথার্থ মানুষই জীবনের
পরিবর্তন দেখেছে,
সাথে নিজেও পরিবর্তিত হয়েছে...


দিনকাল যে পাল্টে গেছে
এখন মানুষ আর
আগের মতো নেই!


তারা অনেক আগে পাথর দিয়ে
নিজেদের মারতো শুধুই খাবারের জন্য!
আর এখন উন্নত-অনুন্নত-বিশ্বে
খাদ্য ছাড়াও অনেক কিছুর জন্য
কীভাবে কী কী দিয়ে মারে
তা আমরা জানি কি?


কিছুদিন আগেও তারা মিথ্যা
বলতে ভয় পেত পাপ হবে বলে...
এখন তারা কী করে?

আত্নার দৃস্টিশক্তি আগের মত
নেই, নাকি কমে গ্যাছে? এখন
বৃদ্ধেরা সবকিছুই করে বিশ্বাস!
মধ্যবয়সিদের সব কিছুতেই
সন্দেহ প্রকাশ!
আর কমবয়সিরা, তারা সবই জানে!


নর-বানরেরা আর কী কী করবে?
=============o


উত্তর আমেরিকা,
২৫ শে বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ