পাতলা চৌকিদার
প্রসারিত জরির মত বাহু
একটি ঘুমন্ত চাঁদ সম্পর্কে;
কালো কম্পনশীল ছায়ামূর্তি
পাপড়িতে খোদাই করা
অরণ্যের নীল অপরাজিতা;
স্প্রে করা কালি
রবিন পাখির বুকে;
ছিন্নভিন্ন ভাড়া
পাহাড় প্রতিফলিত
লেক এখনো ঘুমিয়ে আছে;
ভঙ্গুর-চূড়া পরীর দুর্গ;
ছায়ার ছেঁড়া জাল;
এবং
আকাশের বিপরীতে মুদ্রিত -
কাঁপানো সৌন্দর্য
জরুরী পাইন গাছের।


মুদ্রিত পাওয়া আকাশ-
কাঁপানো সৌন্দর্য
একটি জরুরী পাইনের।


---------------------------------------


মূল: Trees at Night
       Helene Johnson
       ( Poem a day , U S A)
-------------------------
Slim Sentinels
Stretching lacy arms
About a slumbrous moon;
Black quivering
Silhouettes,
Tremulous,
Stencilled on the petal
Of a bluebell;
Ink sputtered
On a robin’s breast;
The jagged rent
Of mountains
Reflected in a
Stilly sleeping lake;
Fragile pinnacles
Of fairy castles;
Torn webs of shadows;
And
Printed ’gainst the sky—
The trembling beauty
Of an urgent pine.


This poem is in the public domain. Published in Poem-a-Day on February 13, 2022, by the Academy of American Poets.