বাদাড়টা ধীরে ধীরে ছোট হয়ে আসছিলো!
জঙ্গলে তখন ভোট চলছিলো...
কে না জানে কুঠারের কী কাজ!
তবে কুঁজবনের গাছেরা তা জানতো না।
তাই কাঠের তৈরি হাতলে ধাতব-যন্ত্রটিকে
বৃক্ষরা ভোট দিয়ে যাচ্ছিল...
ওরা ভেবেছিলো ওটা বুঝি তাদেরই একজন!
হাতলটা তো কাঠের! সাথে না হয় আছে একটু লোহা...
বিজয়ী কুড়াল!
কিন্তু গভীর অরণ্য এখন বিরানভূমি...
বিশাল উদ্ভিদহীন এক প্রান্তর!
ইদানীং এ যে একদম পরিত্যক্ত অঁচল...