অনেক আগেই কি এ রকম ছিলে?
যাচ্ছ তুমি লক্ষ লক্ষ মানুষ গিলে!
আগে ছিলো জলের সাথে বসবাস,
ধ্বংস-যজ্ঞ এখন তো বারো মাস!


পানিহীন তুমি লক্ষ্য শুধু নর-নাশ,
রোগটি  ছোঁয়াচে,  কাবু চারপাশ!
পানি-যুক্ত সুনামি যে ছিল ভালো,
ক্রূরমতি! তোমার মত না কালো!


তুমি শুধু নিচ্ছো প্রাণ যারা ইনসান,
সুনামিতে কিছু প্রাণ-জড়বস্তু-যান!
ভাইরাসের সাথে করেছ তুমি ভাব,
কোটি মানুষ মেরে পাচ্ছ কি লাভ?


বল তুমি, করেছে কে তোমাকে মুক্ত!
কিসের সাথে, তুমি এখন এত যুক্ত?
অনেক হয়েছে! তবে যাবে কি ফিরে?
থাকবে ঊর্মি- ভূকম্পনের শত ভিড়ে!


=================o


উত্তর আমেরিকা,
১৭ ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ