ব্যঙ্ক নয়! বিশ্ব্ববিদ্যালয় নয়! হাসপাতালই চাই
চিকিৎসা-সেবা শুধু হবে, ব্যবসার দরকার নাই!
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি জীবনকে বাঁঁচানো যায়!
সাধারণ নাগরিক-জীবন বাঁঁচাতে আছে কি দায়?


আজীবন দেশ-দশের জন্য জীবন উৎসর্গ করে,
দেশ-প্রেম ও মানবতার সেবায় তারা বুক ভরে!
সিঙ্গাপুর-এয়ার-অ্যাম্বুলেন্স আসে কাদের জন্য?
তারাই ওদের জন্য দেয়নি কখনো দুমুঠো অন্ন!


সিঙ্গাপুর বা ব্যাংককের মতই উন্নত হাসপাতাল,
থাকলে হত কি আমাদের দেশের এ রকম হাল?
হাসপাতালের বাইরে ডাক্তারদের কাজ নিষিদ্ধ!
করলেই হবেনা তারা জনগনের কাছে প্রশ্নবিদ্ধ?


সরকারি পর্যায়ে দু-একটা উন্নত হাসপাতাল তৈরি,
জানিনা তারা কারা এ  ব্যাপারেই মনোভাব বৈরী?
উচ্চ স্কেলে বেতনধারী হবে হাসপাতালের ডাক্তার,
হাসপাতাল নির্মাণের আবদার এখন আমজনতার!


প্রশাসন নিয়ন্ত্রন থাকবে দেশের সেনাবাহিনীর হাতে,
জানি কী রকম কাজ হয় দেশের বেসামরিক খাতে!
পদ্মাসেতুর কর্মযজ্ঞ বাস্তবায়িত হচ্ছে তাদেরই দ্বারা!
তদারকী ওরা করলে,থাকতো এখনো এরকম খাড়া?


আর নয় আবাসন ব্যবসা, চাই শত শত চিকিৎসালয়,
সেবা পাবেই গরীবরা, চোর-আমলা-ব্যবসায়ীরা নয়!
চাকুরীজীবিরা পয়সায়!বিনামূল্যে সেবা গরীব পাবে!
কেন হাসপাতাল হবেনা! এর জবার কেঊ কি দেবে?


===========================o


উত্তর আমেরিকা
২০ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ