ক্লাসরুমে হিজাব পরা নিষিদ্ধ করেছে ইসলাম বিদ্বেষী কর্তৃপক্ষ!
মুসলিম শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে মুসলিম শিক্ষার্থীদের
উর্দুতে কথা বলা বা সালাম দেওয়াও নিষিদ্ধ?


পোশাক পরার অধিকারটি সংবিধান দ্বারা সুরক্ষিত!
আরে, বিকিনি হোক, ঘোমটা বা হিজাব কিংবা ছেঁড়া জিন্স!
নারী কি পরতে চান সেটার সিদ্ধান্তই নারীর অধিকার।
নারীকে হয়রানি করা ঠিক হবেনা।


কথিত গণতন্ত্রের পূজারীরা ব্যক্তি স্বাধীনতার নামে যা ইচ্ছে তাই
করতে পারবে...
তাদের খুশিমত পোশাক পড়তে পারবে কিন্তু কোন
মুসলিম মহিলা ইসলামের বিধান ও ব্যক্তি স্বাধীনতার
কথা বলে হিজাব পড়বে বা পর্দা করবে, তখনই তারা বাঁধা হয়ে দাড়াবে।
আসলে তাদের ব্যক্তি স্বাধীনতার শ্লোগানের আড়ালে অন্তরে
তাদের ইসলাম-বিদ্বেষ ও মুসলিমদের প্রতি তীব্র ঘৃণা পোষণ!


ভারতের কর্ণাটকের কালাভারা ভারাদারাজ এম শেঠি সরকারি
কলেজের উপাধ্যক্ষ হিজাব পরা ছাত্রীদের বাড়িতে পাঠিয়ে দিলেন...


‘শালি ডিলস’  অ্যাপে আর ‘বুল্লি বাই’ অ্যাপ  
সাত মাস আগে চালু করেছে,
অ্যাপগুলো খোলার সঙ্গে সঙ্গে
ডিসপ্লেতে মুসলিম নারীদের ছবি একের পর এক সামনে আসতে
থাকে... ওদের নাকি বিক্রি করা হবে!
এগুলো কিসের আলামত ?