আমরা দেশে মুক্তিযোদ্ধা অনেক জন,
যুদ্ধের  পেছনে ছিলনা আমাদের মন!
যুদ্ধ করেছি নিজ ফায়দা লুটার জন্য?
যুদ্ধের পরে বড় নেতাকে মেরে ধন্য!


সরকারী চাকরীও যুদ্ধে শেষে পেয়েছি,
মুক্তিযোদ্ধা-সনদে ভালোই তো আছি!
সনদে স্বজন-ছেলে-নাতি পেট ভরতে,
বিবেকহারারা দুঃখীকে বঞ্চিত করতে!


যুদ্ধ করেছি অন্য দেশের মানতে চাপ?
জনগণ পায়নি  কেন সফলতার মাপ!
যুদ্ধের পরে ধনীকেই আরো ধনী করা,
গরীবের জন্য আমাদের নেই যে লড়া!


আমরা যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী!
ভাবিনাতো কখনো কত বড় অপরাধী?
করেছি যে  স্বার্থ- উদ্ধারে ধর্ম ব্যবহার,
ঠিকমত  শাস্তি পেয়ে খোদার উপহার!


নিচ্ছি  বসে বসে আমরা মাসিক ভাতা,
বুঝতে চাইনি আসল যোদ্ধাদের ব্যথা?
যুদ্ধ করেছি,পাল্টেছি দেশের ইতিহাস,
আত্ম-স্বার্থে  দেশটাকে করছি সর্বনাশ!


=================o


কানাডা,


৯ চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ