মানুষ দুনিয়াতে আসে কেন?
সর্বশক্তিমানের ইচ্ছাই যেন!
এখানে এসে কত কিছু করে,
অনেকে আবার ধর্মকে ধরে!


কেউ বা বলে ধর্ম হলো কর্ম,
অনেকের ধারনা কর্ম ই ধর্ম!
ধর্মের নামে কারা বর্ম ধরে?
এটার কল ই বাতাসে নড়ে!


ভুবনে এসে কেন করে কষ্ট?
ব্যস্ত তারা পৃথিবী করে নষ্ট!
দুঃখ বেশী, সুখ অনেক কম
সুখ সন্ধানেই চলে যায় দম!


স্রষ্টাই করেছেন তাদের সৃষ্টি,
ভালো কাজ দেবে বহু মিস্টি!
এসেছে ধরায় জানেনা যারা,
বিশ্ববিধাতার রহস্যেই তারা!


=============o


কানাডা,
২রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ