পৌষ পেরিয়ে মাঘ এলে বাংলায় আসে যখন শীত,
উদয় হয় দেশে তখন নানা রকমের পিঠা আর গীত ।
মাঘের শীত মনে করিয়ে দেয় পৌষের হিমেল হাওয়া,
নবান্নের পর পিঠা খেয়ে পরিপূর্ণ হয় তাদের খাওয়া ।


পোয়াপিঠা ও তেলের পিঠার রং হয় যেমন লাল,
সবজি -ভাপাপিঠা, ছিটাপিঠা,ডিমের পিঠা ঝাল।
দুধচিতই, দুধপুলি,ক্ষীর,ঝিনুকপিঠা যে সাদা,
পাটিসাপটা,সুজিরপিঠার মিষ্টিটা একটু মাদা।


নকশি পিঠা,পাকান পিঠা অনেক বেশি মিষ্টি,
বকুল পিঠা ও লবঙ্গ লতিকা এক অপূর্ব সৃষ্টি ।
চাপটি পিঠা,মেরা পিঠা মিষ্টি  ছাড়া মন্দ না,
পানতোয়া,চুইপিঠা আর সেমাই  কী পিঠা না?
মুরগী-মাংস পুর দেয়া রুটি যদি পিঠা হয়,
আটা,ময়দা ও চালের রুটি  কেন পিঠা নয় ?


**************************************      
ভবিষ্যতে পিঁপড়ার আচরণ নকল করতে স্বয়ংক্রিয় পরিবহণ প্রণালী
যানজটের কারণে প্রতি বছর কত সময় ও অর্থের অপচয় হয়, তা সত্যি অবিশ্বাস্য৷ ভবিষ্যতে পিঁপড়ার অনুকরণে পরিবহণ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে পরিস্থিতির উন্নতির আশা করছেন বিশেষজ্ঞরা৷ তবে মানুষকেও আচরণ বদলাতে হবে৷
    


যানজট এড়াতে পিঁপড়াবিদ্যা
ফলে মানুষ প্রায়ই মেজাজ হারায়৷ দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের বেঙ্গালুরু শহর৷ ২০১৯ সালে সেখানে মানুষ প্রায় ২৪৩ ঘণ্টা যানজটে আটকে ছিল৷ তবে এ ক্ষেত্রে ফিলিপাইন্সের ম্যানিলা শহর বিশ্ব চ্যাম্পিয়ন৷ ২০১৯ সালে সেখানে মানুষ ২৫৭ ঘণ্টা যানজটের মধ্যে কাটিয়েছে৷
রাজপথে অপর্যাপ্ত জায়গায় অতিরিক্ত সংখ্যার স্বার্থপর চালকের সমাগম হলে এমনটা হবেই৷ অথচ পিঁপড়াদের হাইওয়েও দেখতে বেশ ঘিঞ্জি লাগে৷ এই প্রাণী কীভাবে যানজট এড়িয়ে সচল থাকে? বার্লিনের অ্যান্টস্টোর দোকানের মালিক মার্টিন সেবাস্টা বলেন, ‘‘পিপড়া শরীরের পেছনে গন্ধযুক্ত গ্রন্থি থেকে গন্ধ বার করে পরস্পরের মধ্যে যোগাযোগ স্থাপন করে৷ সেই গন্ধের মিশ্রণের মাধ্যমে তথ্য সরবরাহ করে৷ যেমন বিপদ বা খাবার দেখলে খবর রটে যায়৷''
যানজট বিশেষজ্ঞ মিশায়েল শ্রেকেনব্যার্গ মানুষ ও পিঁপড়ার মধ্যে পার্থক্য তুলে ধরে বলেন, ‘‘পিঁপড়া সমাজের জন্য কাজ করে৷ তারা ‘সিস্টেম অপ্টিমাম' চায়৷ কাজের স্বার্থে এমন প্রবাহ সৃষ্টি করতে চায়, যা কোনো পিঁপড়ে এককভাবে থামাতে না পারে৷ পিঁপড়ার কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি৷ তবে আমার মতে, মানুষকে পিঁপড়ার মতো আচরণ শেখানো সম্ভব নয়৷''
পিঁপড়া সত্যি সমাজবদ্ধ জীব৷ এই প্রাণী পরিবেশ অনুযায়ী নিজেদের মানিয়ে নেয়৷ মানুষ হিসেবে আমরা পরস্পরের সঙ্গে যোগাযোগ না করে বরং পরস্পরের বিরুদ্ধে কলকাঠি নাড়ি৷ ফলে শুধু সময় নয়, বিশাল অংকের অর্থেরও অপচয় ঘটে৷ এর উদাহরণ তুলে ধরে মিশায়েল শ্রেকেনব্যার্গ বলেন, ‘‘ধরা যাক, একটি ট্রাফিক জ্যামের ভেতরে গাড়ির গতি ঘণ্টায় দশ কিলোমিটার৷ দুই লেনের হাইওয়েতে দশ কিলোমিটার দীর্ঘ যানজটে তিন ঘণ্টা আটকে থাকতে হলো৷ অথবা চার কিলোমিটার জ্যামে দুটি লেনে তিন ঘণ্টা থমকে গেলাম৷ গতিবেগ আশির বদলে ঘণ্টায় মাত্র দশ কিলোমিটার সম্ভব হলো৷
Deutschland - Familie mit ihrem Volkswagen in den 50ern (picture-alliance/Joker/M. Gloger)
যানজটকেও আনন্দময় করবেন যেভাবে
আরাম করে রওনা দিন
তাড়াতাড়ি রওনা দিতে হবে, তা না হলে ছুটি থেকে একটা দিন নষ্ট হবে-এরকম ধারণা অনেকেরই৷ এক্ষেত্রে সরকারি ছুটির আগের দিন বিকেল বা ছুটির দিন সকালে নয়৷ ধীরে সুস্থে আরাম করে এক কর্মদিবসে রওনা দিন, অনেকটাই স্ট্রেসমুক্ত থাকবেন৷


এবার অংক করলে দেখা যাবে, সব চালকের সময় নষ্ট হবার পাশাপাশি ৫০,০০০ থেকে এক লাখ ইউরো লোকসান হলো৷ গোটা জার্মানির জন্য অংক করে দেখেছি, যে বছরে ৬,০০০ থেকে ১০,০০০ কোটি ইউরো নষ্ট হতে পারে৷ জ্যামে আটকে থাকলে গড়ে ৮,০০০ কোটি ইউরো নষ্ট হয়৷ অতএব শুধু সময়ই নষ্ট হয় না৷''
প্রশ্ন হলো, পিঁপড়ার কাছ থেকে আমরা কী নকল করতে পারি? মিশায়েল শ্রেকেনব্যার্গ মনে করেন, ‘‘ভবিষ্যতে স্বয়ংক্রিয় প্রণালী পিঁপড়ার আচরণ নকল করতে পারবে৷ সেটাই আশার আলো দেখাচ্ছে৷ তখন আজকের তুলনায় পরিবহণ ব্যবস্থার ধারণ ক্ষমতা আরও অনেক বেড়ে যাবে৷''
পিঁপড়ার ক্ষমতা অনুকরণ করে সম্ভবত অদূর ভবিষ্যতে প্রযুক্তি আমাদের আরও ভালোভাবে পরিবহণ ব্যবস্থার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের আচরণ নিয়ন্ত্রণ করবে৷ তবে শেষ পর্যন্ত আমাদের মনোভাবের উপরেও সবকিছু নির্ভর করবে৷ গাড়ি চালানোর সময়ে সংকীর্ণ স্বার্থের বদলে সহযোগিতাকে আরো বেশি প্রাধান্য দিতে হবে৷ যেমন পারিপার্শ্বিক অনুযায়ী গতি নির্ধারণ করলে আচমকা ব্রেক কষতে হবে না৷ একমাত্র এভাবেই ভবিষ্যতে অনেক সময় ও অর্থ সাশ্রয় করা সম্ভব হবে৷
------------------------------------------------------------------------
শ্রেষ্ঠ, পরম, চরম, নিখুঁত, আদর্শ, লক্ষ্য, আদর্শস্বরূপ, ভাবগত, শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ বস্তু, মানসিক, আদর্শ কল্পনা, আদর্শ ভাব, শ্রেষ্ঠ কল্পনা, শ্রেষ্ঠ ভাব, পরমাদর্শ, পূর্ণতার মান, অনবদ্য, কল্পনাসম্ভূত, কল্পিত, ধারণাগত, কাল্পনিক
impeccable
নিষ্কলঙ্ক, নির্দোষ, নিখুঁত, নিরপরাধ, নিষ্পাপ, ত্রুটিহীন, অনবদ্য, অপাপবিদ্ধ, নির্দোষ, অনপরাধ, অনিন্দ্য, অনিন্দনীয়, পাপস্পর্শহীন
consummate
সম্পূর্ণ, শেষ করা, চূড়ান্ত, নিখুঁত, অনবদ্য, অনিন্দ্য, সুসম্পূর্ণ করা, সুসম্পূর্ণ, সর্বাঙ্গসুন্দর
unimpeachable
নিখুঁত, সন্দেহাতীত, অনবদ্য, অনিন্দ্য, অনিন্দনীয়, প্রশ্নাতীত, নিন্দার বাইরে
idéal
শ্রেষ্ঠ, পরম, চরম, নিখুঁত, আদর্শ, লক্ষ্য, আদর্শস্বরূপ, ভাবগত, শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ বস্তু, মানসিক, আদর্শ কল্পনা, আদর্শ ভাব, শ্রেষ্ঠ কল্পনা, শ্রেষ্ঠ ভাব, পরমাদর্শ, পূর্ণতার মান, অনবদ্য, কল্পনাসম্ভূত, কল্পিত, ধারণাগত, কাল্পনিক
------------------------------------------------------------------------------



===================o


***
finish /'fɪnɪʃ/  > ( ফিনিশ ) : শেষ করা , সমাপ্ত, অবসান করা, খতম হওয়া


-----------------------------------------------------------------------------
উত্তর আমেরিকা
------------------
৪ঠা কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ
১৯শে অক্টোবর, ২০২১



জমিজমা নিয়ে বিরোধে রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হওয়া মো. সাহিনুদ্দিনকে হত্যার সময় ধারণ করা ভিডিও ‘নোয়াখালীর হিন্দু মহাজোট কর্মী যতন শাহ হত্যাকাণ্ডের’ ভিডিও বলে গুজব ছড়ানো হয়েছে। পাশের দেশ ভারতের বেশ কয়েকজন নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটার ব্যবহার করে ধর্মীয় উস্কানি ও গুজব ছড়াতেই এই ভিডিও ছড়ায়।


আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে এসব তথ্য জানা গেছে।


দেশটি থেকে ব্যবহার করা বেশ কয়েকটি ফেসবুক ও টুইটার আইডি পর্যালোচনা করে দেখা গেছে, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে চক্রটি এই ধরনের কাজ করেছে। কলকাতা থেকেই প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নোয়াখালীর যতন শাহ হত্যাকাণ্ড’ শিরোনামে অন্য ঘটনার ভিডিও আপলোড করা হয়। পরে তা বাংলাদেশের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।


১৯ অক্টোবর ছড়ানো এই ভিডিও ফুটেজটি মূলত জমিজমা বিরোধে গত ১৬ মে রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া মো. সাহিনুদ্দিনের। ঘটনার সময় কেউ একজন তা ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছিলেন। ঘটনার পরই আইনশৃঙ্খলা বাহিনী হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রায় সব আসামিকেই গ্রেপ্তার করে।


এছাড়া সাম্প্রতিক সময়ে কুমিল্লায় কোরআন অবমাননার পর ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও হত্যার ভিডিও বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, গুজব ছড়াতে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অশান্ত করতেই এই ধরনের ভিডিও ছড়ানো হয়েছে।


একটি সূত্র ঢাকাটাইমসকে জানায়, ‘প্রযুক্তি বিশ্লেষণ করে আমরা দেখেছি, ভিডিওটি কলকাতা থেকে দেবদৃতা ভৌমিক নামে একজন ভারতীয় নাগরিক সর্বপ্রথম ফেসবুক ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেন। তাছাড়া দেবদাস মন্ডল নামে আরও এক ব্যক্তি কলকাতা থেকেই টুইটারে ভিডিওটি আপলোড করেন। যতন দাসের নামে সাহিনুদ্দিন হত্যাকাণ্ডের ভিডিওর ক্যাপশনে দেবদাস লিখেছেন, ‘বাংলাদেশের নোয়াখালীর পূজামণ্ডপে হিন্দু মহাজোট কর্মী যতন সাহা হত্যার ভিডিও ফুটেজ। দোষীদের এখনো গ্রেপ্তার করা হইতেছে না কেন?’


সম্প্রতি দেশে ঘটে যাওয়া হামলার বিষয়ে আজ দুপুরে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছেন, উস্কানি দিচ্ছেন, তাদের খুব শিগগির গ্রেপ্তার করা হবে। তাদের জবাব দিতেই হবে। তারা মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে কি ফায়দা লোটার চেষ্টা করছেন! কুমিল্লার মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে। তাকে শিগগিরই গ্রেপ্তার করা হবে।


মন্ত্রী আরও বলেন, আজ পর্যন্ত কোনো পূজামণ্ডপে কোনো কিছু ঘটেনি। কিন্তু এবার দেখছি অপ্রীতিকর কিছু ঘটনা ঘটে গেছে। আসলে ঘটানো হয়েছে।


অন্যদিকে এলিট ফোর্স র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বার্থান্বেষী মহল মিথ্যার আশ্রয় নিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিগত বিভিন্ন সময়ে ঘটে যাওয়া নৃশংস ঘটনার ভিডিও ফুটেজ ব্যবহার করে সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে উস্কানিমূলক প্রচারণা চালানো হচ্ছে।


গত ১৬ মে রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে শাহীন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা


-------
সুন্দর!
পাইনি > পাহিন !


সম্মা‌নিত ক‌বি, সুন্দর বলার জন্য ধন্যবাদ। আর "পাই‌নি" হ‌বে। আর "পা‌হিন" কখ‌নোই হ‌বে না। শব্দ ভুল য‌দি লিখতাম, তাও বল‌তে পার‌তেন। কিন্তু অন্য একটা শব্দ এ‌নে অপ্রাস‌ঙ্গিকতা সৃ‌ষ্টির কোন প্র‌য়োজন ছিল না। ধন্যবাদ, সম্মা‌নিত ক‌বি।
-------