এই বেলায় আর হবে না—
ঘর থেকে বেরিয়ে
নিরুদ্দেশের পথে পা বাড়ানো।
সকাল থেকে দুপুর,
দুপুর থেকে সন্ধ্যা..
ল্যাপটপের স্ক্রিনেই বন্দী,
রাতটাও কেটে যাবে!
আকাশ বিষণ্ণ হয়ে আছে,
এ বেলায় আর হবে না।
নিরুদ্যম শূন্যতায়,
পুঞ্জীভূত ধোঁয়াটে আলোক বিন্দু
পথে চেয়ে আছে!
অনির্বাণ দীপালোক
কেবলই ধোঁয়াশা ছড়ায়!
অন্তর্গত বেদনা লুকিয়ে,
বুকভরা স্বপ্নের সবুজ পাহাড়ে।