পাথর ছিলাম, তুমি গুড়িয়ে দিয়েছো
       আমি কুচি হয়ে নির্মাণ রূপে জেগে উঠেছি..
       মৃত্তিকার পুরু স্থর ছিলাম, তুমি খন্ড খন্ড করে পুড়িয়েছ
       আমি জ্বলেছি আমি পুড়েছি তবে বিলীন হয়নি
       বরং স্থাপত্য রূপে আরও গড়ে উঠেছি..
       উল্কা হয়ে সভ্যতায় এসেছিলাম,
       আমার শীতলতা বুঝে তুমি উত্তাপ দিয়েছো, পিটিয়েছো..
       আমি মিশে যায়নি বরং তোমার সভ্যতার প্রাণশক্তি রূপে লোহা হয়ে বেচে উঠেছি..
       তুমি নিকৃষ্ট কালো কয়লা রূপে আমায় পুড়িয়েছ..
       আমি প্রতিবার বিদ্যুৎ হয়ে তোমার সভ্যতাকে উজ্জ্বল করে বেচে উঠেছি..


       তুমি বহুবার বহুভাবেই আমায় নিঃশেষ করতে চেয়েছ..
       আমি প্রতিবার নতুন ভাবে আরো শক্তিশালী হয়ে জেগে উঠেছি..
       তুমি প্রতিবার আমার ক্ষতি চেয়েছো
       আমি প্রতিবার তোমার মঙ্গল রূপে উঠে এসেছি..
       তুমি চেয়েছো, এখনও চাইছো জানি,
       তুমি হাজারবার ভেঙে দিবে
       আমি লক্ষবার অবুঝ চারাগাছের মতো
       ডালপালা নিয়ে গজিয়ে উঠবো।