তোর থেকে দূরে সরার দীর্ঘ বছর পর..
       কোনো পড়ন্ত বিকেলে..
       করিস আমায় এসপ্লানেড চত্বরে..
       উত্তাল মিছিলের অগ্রভাগে আবিষ্কার..        তুই রবে হাসি খুশি নতুন জনের সাথে..
       আমায় দেখে মনটা তোর একটু ম্লান হবে..
       দৃষ্টি ফিরিয়ে আমায় এড়িয়ে মেট্রোর দিকে ধাবে..
       ভাববে বুঝি আমিও সুখী..
       হবে আমার কোনো নতুন প্রিয়তমা..
       তাইতো দিচ্ছি স্লোগান জোরে হাজার হাজার মানুষ জমা..
       ঠিক তখনই রাজপেয়াদা মিছিল আটকাবে..
       ব্যারিকেড বিপ্লবীর প্রেমিকা..
       সেই দিয়েই তাদের আটকানোর চেষ্টা হবে..
       বিরহ ব্যথাতুর আমি..
       তাই নতুন প্রেমিকাকে দেখে..
       এ হৃদয় এ ঝড় উঠবে..
       দীপ্ত স্লোগানে..
       ভরা চত্বরে মুষ্টিবদ্ধ হাত..
       আমার এগিয়ে গিয়ে ব্যারিকেড ধরবে..
       ভিড়ের মাঝে ব্যারিকেড সরিয়ে যেই এগাবো আমরা..
       রাজপেয়াদারলাঠির ঘায়ে..
       ছিলে যাবে চামড়া..
       মারতে মারতে যখন আমাদের তুলবে প্রিজনভ্যানে..
       সখি মেট্রোর গেট থেকে তাকাবি তখন..
       তুই আমার পানে..
       কষ্টে তোর হৃদয় ভাঙলেও কাদিসনা তুই প্লীজ..
       নতুন প্রেমিকের হাত ধরিস জোরে..
       যেমন ধরতো এই নিচ..
       মুখ ফিরিয়ে প্রেমের গল্পে সেখান থেকে চলে যাস তোরা..
       নতুন জীবনে আমায় ভুলে যাবি ঠিক একদিন..
       র তোর প্রাক্তন তখন প্রেসিডেন্সি জেলে গুনবে নতুন সমাজের নতুন দিন আনার প্রহরা.......