অসহায়ত্বের আগুনে প্রত্যেহ
       নিজেকে পুড়িয়ে চলেছি..
       জীবনযুদ্ধের এক চরম কন্টকময় পথ
       এগিয়ে চলছি..
       শুনেছি লোহা পুড়লে শুদ্ধ হয়
       তবে আর কতটা হৃদয় পুড়লে
       আমার প্রেম শুদ্ধ বলে গ্রহণ করবে।
       আর কতটা পোড়া হৃদয়ের গন্ধ শুকলে
       তবেই তোমার প্রশান্তি হবে।
       অভিযোগ করিনি,
       নেই কোনো অনুযোগও।
তবে কি মিথ্যা ছিল
       ভিয়েতনাম যুদ্ধের বন্দুক হাতে
       যুগলের ছবি দেখিয়ে
       জীবন যুদ্ধের প্রতিটা কঠিন ক্ষেত্র
       এভাবে একসঙ্গেই পেরোবে বলে
       প্রতিজ্ঞাবদ্ধ হওয়া??..
       নাকি গোধুলিবেলার রোমান্টিকতার আলোয়
       সেটাও ছিল শুধু মনভোলানো
       একটা নস্টালজিয়া??..
       জানিনা।
       বুঝতেও পারছিনা।
        ঠিক বেঠিক, ত্রুটি বিচ্চুতির পার্থক্যও।
       যেমনটা তুমি পারোনি
        ধ্বংসস্তূপের মাঝে ফুটতে চাওয়া
        অঙ্গার ভর্তি এই হৃদয় কুড়িকে।