bye bye2017..


       Welcome happy new year2018..


       তুই এসেছিলিস আন্দোলনের মধ্যে দিয়ে..
        রাস্তার ধারে বহু শীতল নিদ্রাহীন রাতের পর..
        নিজেদের ন্যায্য পাওনা ছিনিয়ে এনেছিলো gkcietianরা..
       মালদা থেকে দুর্গাপুরে গিয়ে..
       কখনো তুই দেখিয়েছিস নিজের রুদ্রতা..
        বন্যায় বিধস্ত হয়েছে উত্তরবঙ্গ..
       গৃহ ছাড়া কয়েক হাজার আবাল বৃদ্ধ বনিতা..
       কখনো তুই সাক্ষী থেকেছিস..
        উত্তাল ছাত্ৰ বিক্ষোভের..
       শাসকের হাতে মার খেয়েছে প্রতিবাদিরা..
       দিল্লির রামজাস থেকে, পাঞ্জাব হয়ে বারানসির গঙ্গার তীরে..
       কখনো দেশ দেখেছে ক্ষুধার্ত কৃষকের আর্তনাদ..
       রাজধানীর বুকে ঋণের দায়ে ইঁদুর খেয়েছে..
       তবুও শাসক করেনি কোনো নিনাদ..        কখনো আবার তুই থেকেছিস..
       কাশ্মীরি শিশুদের পেলেট গান এর মুখে চোখ হারানোর গল্প হয়ে..
       কখনো আবার আসাও জাগিয়েছিস পাঞ্জাবে শাসকদের হারিয়ে..
       তুই ই লিখেছিস রোহিঙ্গাদের বিতাড়ণের ইতিহাস..
       মরেছে লাখো..
       নদীতে ভাসে লাল হয়েছে নাফ..
       তুইও দেখেছিস ফ্যাসিবাদিদের শত উদ্দাম উত্তাল নাচ..
       পেহলু জুনায়েদ গৌরী লংকেশ..
       বাংলার আফরাজুল হেমন্তরাও পড়েনি বাদ..
       কত ইতিহাসের সাক্ষী হয়ে আজ তুইও হচ্ছিস ইতিহাস..
       নতুন বছর সকলের মঙ্গলময় হোক..
        এটাই থাকুক আশ্বাস..
       রোজ নতুন সূর্য হাসবে..
সাল প্রতি বছরই তো পালটায়..
       তবু প্রায় একই লাগে ছবি তারতাই উল্লাস করি পেয়ালায়, আর ভুল করে লিখি কবিতা.......