দেখো একদিন প্রিয়তমা
       আমাদের প্রেমে,
       সীমান্ত আর হবেনাকো অন্তরায়।
       হবেনা বাধা দ্বিজাতির তত্ত্বে,
       গড়ে উঠা দুটো দেশ।
       সেদিন শুনাবেনা তুমি,
       কোনো নাগরিকত্ব বদলের অভিমানী কথা।
       এনআরসি নিয়ে আর,
       শুনতে হবেনা মানবতা বিরোধী কোনো
       অত্যাচারের গাথা।
       হয়তো সেদিন ক্ষুধার্ত কোনো শিশু
       রাস্তার ধারে জঞ্জাল থেকে,
       করবেনা খাদ্য খুজার ব্যর্থ চেষ্টা।
       ধর্মের নামে সাধারণ মানুষের রক্তে
       মিটবেনা সেদিন,
নোংরা কোনো রাজনেতার তেষ্টা।
       অধিকার থাকবে তবু,
       প্রয়োজন রবেনাকো কোনো চাকা জ্যাম
       অথবা হরতালের।
       অ্যান্টি রোমিও স্কোয়াডও সেদিন
       প্রেমের গোলাপ বিলিয়ে দিবে,
       প্রেমিক যুগল দের মধ্যে।
       সমাজ সেদিন ভেদাভেদ কি জিনিষ
       ভুলেই যাবে হয়তো।
       বিষাক্ত ভাষণ নই,
       শাসকের মুখও মুখরিত রইবে প্রেমের গদ্যে।
       মেহেনতীদের রাজ তখন  আসবে
       সমাজতন্ত্রের পতাকা উড়িয়ে,
       সাম্যের গান সেদিন
       আকাশে বাতাসে যাবে ছড়িয়ে।