কখনো তোমায় বাচ্চা আকারে ত্রিশূলে টাঙানো দেখি..
       সঙ্গে হত্যাকারীর উত্তাল নাচ..
       খুশির আবেশে একি..
       কখনো তুমি ভিড় হয়ে আসো আখলাকের জীবনে..
       জোর করে বলো গরু খেয়েছ..
       এবার খুন হও তুমি..
       কখনো বা রোহিতের মতো মেধাবীদের..
       জোর দিয়ে করেছো পৃথিবী ছাড়া..
       নাজিব রা প্রতিবাদ করলে অপহরণ করেছো..
       বন্ধ করে তার সাড়া..
       তুমি কালবুরগি দের মেরেছো কখনো বিরোধিতা করলে তোমার..
       পেহলু থেকে মরেছে অনেকেই নিচু জাতি সহ..
       বহু ভারতীয় ভাই আমার..
       সংবাদ জাগলে গুম হত্যা হয় গৌরী..
       এটাও তোমার যুগেই তৈরি..
       এখানেই থামনি তুমি বাড়িয়েছ শক্তি..
       এখন চারিদিকে নতুন অনেকেই..
       দেখি করছে তোমার ভক্তি..
     তাইতো পরশু খুন হলো আফরাজুল..
       নৃশংসতা বাড়লো অনেকগুন বেশি..
       তবুও আমি চুপ রয়েছি প্রিয়তমা..
       পড়ে নিজে ভাইয়ের রক্ত মাখা জামা..
       এভাবেই চুপ হয়েই থাকবো ভদ্রবেশে..
       একদিন ওরা মারবে আমাকেও শেষে..
       তখনকি প্রিয়তমা তুমি প্রতিবাদ থেকে চুপ থাকবে আমাকে দেখতে এসে??.......