পৌষের এই শীতল শহরে,
       মিছিল আর স্লোগান।
     আমার বুকে যতটা প্রেম জাগাতে পেরেছিল,
       তুমি পারোনি প্রিয়তমা।
তবে কি ভালোবাসারা মিথ্যে ছিল??..
     করোনা এমন অলীক কল্পনা।
       উদাসী রুক্ষ বাতাসের মাঝে
       মহানগরীতে তখন মেহেনতীদের ভিড়।
       একদিকে ঘামের গন্ধর গামছা,
     অন্য দিকে তোর প্রেমের আবেদনের সুর।
       বিশ্বাস করো প্রিয়তমা,
       সেই সুর ছিলনা এড়িয়ে যাওয়ার মতো।
     তবু ব্যারিকেড কেই সাড়া দিয়েছিলাম,
     বঞ্চিতের ইনকিলাবের শব্দে
       তোর প্রেম সেদিন উপেক্ষিত।
       হতে পারিনি আদর্শ প্রেমিক,
       তবু প্রেম যেন কোথাও একটা ছিলই,
       তাই বিরহকে হৃদয়ে গেথে,
       আগুন জ্বালিয়েছিলাম এক বিদ্রোহের,
       দাউ দাউ অবিকল দাবানলের।
       জ্বলছে এখনও জ্বলবে ততদিন,
       মেহেনতীদের বঞ্চনার বিরুদ্ধে
       শোষণমুক্ত সমাজতন্ত্র আসছেনা যতদিন।